স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে মাঠে নামার আগে বড় একটা ধাক্কা খেলো পাকিস্তান। নেটে ব্যাট করছিলেন মোহাম্মদ নেওয়াজ। তার একটি শট গিয়ে মাথায় পড়েছে শান মাসুদের। পাকিস্তানের এই ক্রিকেটার মাথায় বলের আঘাতে আহত হয়েছেন।
মাঠ থেকেই সোজা হাসপাতালে পাঠানো হয়েছে শান মাসুদকে। বিশ্বকাপে মাঠে নামার আগে পাকিস্তান দল এই ক্রিকেটারের চোটে বড় একটা ধাক্কা খেলো।
আগামি ২৩ অক্টোবর মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বিরাট কোহলিদের বিপক্ষেই ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ লড়াই। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০