স্পোর্টস ডেস্কঃ এবারের আইপিএলটা দুর্দান্ত যাচ্ছে ট্রেভিস হেডের। এই বাঁহাতি তারকা সানরাইজার্স হায়দ্রাবাদকে এনে দিচ্ছেন উড়ন্ত শুরু। বিস্ফোরক ব্যাটিংয়ে দলের রান নিয়ে যাচ্ছেন পাহাড়ের চূড়ায়। কোনো বোলারই পাত্তা পাচ্ছেন তার কাছে। রীতিমতো তুলোধুনো করছেন বোলারদের।
অজি ব্যাটার এখন পর্যন্ত ২১৬’র বেশি স্ট্রাইক রেটে ৩২৪ রান করেছেন মাত্র ৬ ইনিংসে। সবশেষ শনিবার রাতেও ৩২ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মাত্র ১৬ বলে নিজের ফিফটি পূরণ করেন হেড। এই ওপেনার এর আগেও বেশ কিছু রেকর্ড গড়েন। মৌসুমজুড়ে দুর্দান্ত এমন ব্যাটিংয়ের কারণ খোলাসা করেছেন হেড। জানিয়েছেন কীভাবে সফল হচ্ছেন তিনি।
হেড বলেন, ‘এটা অসাধারণ যে, আমরা ভালো সময় কাটাচ্ছি। খুব শান্ত থেকে বলগুলো মারার চেষ্টা করছি। বিষয়গুলো যতটুকু সহজভাবে দেখা, বল বূঝে খেলাটাই জরুরি। ছন্দ ধরে রাখতে পেরে ভালো বোধ করছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post