স্পোর্টস ডেস্কঃ মাদ্রিদ ওপেনের নতুন চ্যাম্পিয়ন অ্যারিনা সাবালেঙ্কা। বেলারুশের এই তারকা ফাইনালে হারিয়েছেন ইগা শিয়াওতেককে। মাদ্রিদে ফাইনালে ৬-৩, ৩-৬, ৬-৩ গেমে জেতেন দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা। এই প্রতিযোগিতায় এটি তার দ্বিতীয় শিরোপা।
বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সাবালেঙ্কা মাদ্রিদে ফাইনালের টিকিটের জন্য সেমিতে লড়েন গ্রিসের মারিয়া সাকারির বিপক্ষে। সেখানে জিতে আসা এই বেলারুশ তারকা ফাইনালে হারালেন শিয়াওতেককে। এই প্রথম ক্লে কোর্টে পোলিশ তারকা শিয়াওতেককে হারালেন সাবালেঙ্কা।
এটা ছিল চলতি বছরে সাবালেঙ্কার তৃতীয় ও সবমিলে ১৩তম ডব্লিউটিএ শিরোপা। ২০২১ সালে তৎকালীন বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যাশলে বার্টিকে হারিয়ে মাদ্রিদ আসরের শিরোপা লাভের পর এবার ফের বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে পরাজিত করলেন সাবালেঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post