স্পোর্টস ডেস্কঃ লা লিগায় মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তে গোল করে রিয়ালের পয়েন্টে ভাগ বসাল তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ। জমজমাট লড়াইয়ে মাদ্রিদ ডার্বি শেষ হয় ১-১ গোলের ড্র’তে। রিয়ালের হয়ে গোল করেছেন ব্রাহিম দিয়াস। আর শেষ মুহূর্তে অ্যাথলেটিকোর হয়ে সমতা ফেরান মার্কোস লরেন্তে।
ড্রয়ের পরেও অবশ্য লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচ খেলে কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট ৫৮। সমান ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জিরোনা, ৫০ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। চার নম্বরে থাকা অ্যাথলেটিকোর পয়েন্ট ৪৮।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালায় রিয়াল। আক্রমণে চাপ অব্যাহত রেখে ২০ মিনিটে গোল আদায় করে নেয় তারা। অ্যাথলেটিকোর বক্সে কয়েক দফা প্রচেষ্টার পর ছয় গজ দূর থেকে বল জালে পাঠান ব্রাহিম দিয়াস। দ্বিতীয়ার্ধে রিয়াল ব্যবধান বাড়ানো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তবে চেষ্টা অব্যাহত রেখে যোগ করা তৃতীয় মিনিটে অ্যাথলেটিকো পেয়ে যায় প্রত্যাশিত গোল। ডি-বক্সের ভেতরে বল শূন্যে থাকা অবস্থায় তা রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ক্লিয়ার করার আগেই হেড করে গোল করেন লরেন্তে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post