স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। হোবার্টের বেলিরিভ ওভালে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচটি কার্টেল ওভারে অনুষ্ঠিত হচ্ছে। ইনিংস প্রতি ৯ ওভারের এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বেশ বড় পুঁজিই পেয়েছে জিম্বাবুয়ে।
নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে স্কোরবোর্ডে দলটি। জিততে হলে প্রোটিয়াদেরকে করতে হবে এখন ৮০ রান। শুরুর বিপর্যয় সামলে, জিম্বাবুয়েকে এই সংগ্রহ এনে দিতে সাহায্য করেছেন ওয়েসলে মাধেভেরে। ১৮ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসের একেবারে শেষ বলে আউট হওয়ার আগে ২০ বলে ২ বাউন্ডারিতে ১৮ রান করেছেন মিল্টন শুম্বা।
এই দুজনের বাইরে জিম্বাবুয়ের হয়ে আর কেউই ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ব্যর্থ হয়েছেন অধিনায়ক ক্রেইগ আরভিন, রেগিস চাকাভা, শন উইলিয়ামস, সিকান্দার রাজারা। এর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হয়েছেন উইলিয়ামস। তবে সব মিলিয়ে বেশ ভালো স্কোরই পেয়েছে দলটি। এবার বোলারদের ভালো কিছু করার পালা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট শিকার করেন লুঙ্গি এনগিডি। ১টি করে উইকেট লাভ করেন ওয়েন পারনেল ও অ্যানরিখ নরকিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা