নিজস্ব প্রতিবেদক:: বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপে চূড়ান্তে পর্বে খেলতে গেছে সিলেট জেলা দল। চূড়ান্ত রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা জেলা দলের বিপক্ষে সিলেট জেলা দল ১-১ গোলে ‘ড্র’ করেছে।
মাদারীপুর স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচটিতে প্রথমার্ধেই এগিয়ে যায় সিলেট জেলা দল। তবে অন্তিম সময়ে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। শেষ পর্যন্ত তাই জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি সিলেটের।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মানিকের গোলে লিড নেয় সিলেট জেলা দল। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিলেট। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে কুমিল্লা সমতায় ফেরার চেষ্টা করে। সিলেটও ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। কেউই গোলের দেখা পাচ্ছিলো না। ম্যাচের অন্তিম সময়ে গোল শোধ করে কুমিল্লা ১-১ গোলে ম্যাচ শেষ করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০