স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে শতভাগ জয়ের ধারা ধরে রাখল ম্যানচেস্টার সিটি। গত বুধবার রাতে সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে ৩-১ গোলে হারাল ইংলিশ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে গোল পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল সিটিকে। তবে সেই লিডও স্থায়ী হয়েছে মাত্র ৪ মিনিট। এমন সময়ে ত্রাতার ভূমিকায় আবারও আর্লিং হালান্ড। পেনাল্টি থেকে লিড এনে দেয়ার পর শেষ মুহূর্তে বাড়িয়েছেন ব্যবধানও। আর তাতে চ্যাম্পিয়ন্স লিগে দাপট অব্যাহত রেখেছে পেপ গার্দিওলার দল।
ম্যাচ শেষে বরাবরের মতোই হালান্ড নিয়ে মুগ্ধতা জানান গার্দিওলা। এই স্প্যানিশ কোচের বিশ্বাস, ফুটবল ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত সমালোচকদের মুখে ছাই দিয়ে গোল করে যাবেন হালান্ড। টিএনটি স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় গার্দিওলা বলেন, ‘মানুষ চায় প্রতি ম্যাচেই হলান্ড চার গোল করুক। তারা চায় সে ব্যর্থ হোক, তারা প্রত্যাশা করে সে না পারুক, কিন্তু আমি দুঃখিত (তাদের জন্য), এই ছেলেটা সারাজীবন গোল করবে।’
গার্দিওলা আরও বলেন, ‘সে অবিশ্বাস্য এক হুমকি। কিন্তু আমরা সেই খেলোয়াড়দের অভাব মাঝেমধ্যে অনুভব করি, যারা পাস খুঁজে নিতে সমর্থ, উদাহরণ হিসেবে বলা যায় কেভিন ডে ব্রুইনের টেম্পো এবং অতীতে সিটির হয়ে খেলা ইলকাই গিনদোয়ানের কথা-এই ধরণের খেলোয়াড়দের মিস করি। কিন্তু হালান্ড যতদিন ফুটবল খেলবে, শেষ দিন পর্যন্ত সে গোল করবে।’
ইয়াং বয়েজের মাঠে এই ম্যাচের সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। সিটিকে শুরুতে এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার মানুয়েল আকনজি। এরপর গোল করে সমতা আনেন মেশাক ইলিয়া। তবে শেষদিকে জোড়া গোল করে সিটির জয় নিশ্চিত করেন হালান্ড। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে সিটিজেনরা। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গ্রুপের অন্য দল আরবি লাইপজিগ। ইয়াং বয়েজ ও বেলগ্রেডের ১ পয়েন্ট করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post