স্পোর্টস ডেস্কঃ লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দিলেন সাদিও মানে। অ্যানফিল্ডকে বিদায় জানিয়ে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এই সেনেগাল ফরোয়ার্ড। মেডিক্যাল চেক-আপের জন্য মঙ্গলবার মিউনিখে অবতরণ করেন তিনি। বায়ার্ন বুধবার মানেকে দলে নেওয়ার ঘোষণা দেয়। ২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবে থাকবেন তিনি।
ক্লাবের প্রতি মানের নিবেদন দেখে তাকে দলে টানার জন্য বায়ার্নের আগ্রহ বেড়ে গিয়েছিল। এমনটাই জানিয়েছেন ক্লাবটির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে নাগেলসমান বলেন, ‘প্রথম কথোপকথন থেকেই সে খুব নিঃস্বার্থ মনোভাব দেখিয়েছিল, যা এত বড় মাপের একজন খেলোয়াড়ের জন্য অসাধারণ ব্যাপার। সে খুব বিনয়ের সঙ্গে বলেছিল, সে যেকোনো পজিশনে খেলতে পারবে।’
বায়ার্নে যোগ দিয়ে মানে বলেন, বলেন, ‘শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখে এলাম। দারুণ অনুভূতি হচ্ছে। জার্মানির এই ঐতিহ্যবাহী ক্লাব সম্পর্কে অনেক কিছু শুনেছি। এখানে খেলার ইচ্ছা অনেক বছর থেকেই ছিল। অবশেষে সেই স্বপ্ন সফল হল। জানি এখানে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে আমি সব চ্যালেঞ্জ নেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত।’