স্পোর্টস ডেস্কঃ যুব বিশ্বকাপ মাতানো কিউনা মাফাকাকে প্রথমবার জাতীয় দলে ডেকেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে ১৮ বছর বয়সী মাফাকাকে। এছাড়া সুযোগ পেয়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান জেসন স্মিথ।
গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাফাকা ৬ ম্যাচে ওভারপ্রতি ৩.৮১ রান দিয়ে উইকেট নেন টুর্নামেন্টের সর্বোচ্চ ২১টি। যুব বিশ্বকাপের এক আসরে কোনো পেসারের সর্বোচ্চ উইকেট এটিই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। মাফাকা ৬ ম্যাচের তিনটিতেই পান পাঁচ উইকেটের স্বাদ। সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিদায় নেয় তার দল দক্ষিণ আফ্রিকা।
যুব বিশ্বকাপ মাতানোর পর তিনি ডাক পান আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে। আইপিএল অভিষেকটা অবশ্য ভালো হয়নি তার। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৬৬ রান দেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে নিজের প্রথম ম্যাচে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড এটি। এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘোষিত দলে কুইন্টন ডি কক ছাড়াও হাইনরিখ ক্লাসেন, আনরিক নরকিয়া, ডেভিড মিলার ও তাব্রেইজ শামসিকে রাখা হয়নি দলে। একই সময়ে সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) খেলার কথা তাদের। ব্রায়ান লারা স্টেডিয়ামে আগামী ২৩ অগাস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ২৫ ও ২৭ তারিখ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমান, নান্দ্রে বার্গার, ডোনোভান ফেরেইরা, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, প্যাট্রিক ক্রুগার, কিউনা মাফাকা, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন, লিজাড উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০