স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাবেক এক মডেলের মামলা খারিজ করে দিয়েছে দেশটির আদালত। ক্যাথেরিন মায়োরগার নামের সেই মডেলের অভিযোগ ছিল ২০০৯ সালে লাস ভেগাসে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছিলেন রোনালদো। কিন্তু মামলার নথিতে অসদুপায় অবলম্বন করায় এ মামলা খারিজ করে দেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।
জানা যায়, রোনালদো ও সেই মডেলের মধ্যে যা হয়েছিল তা পারস্পরিক সম্মতিতে হয়েছে। পর্তুগিজ তারকার আইনজীবী জানান, এ মামলার কোনো ভিত্তি নেই এবং রোনালদোকে কারণ ছাড়াই হয়রানি করা হচ্ছে। শেষ পর্যন্ত এটিই সত্য প্রমাণিত হলো।
যদিও প্রায় পৌনে ৪ লাখ ডলার দিয়ে রোনালদো সেই মামলা তুলে নিতে বলেছিলেন আগে। সে দফায় কোর্টের বাইরেই নিষ্পত্তি ঘটে দুই পক্ষের বিরোধের। কিন্তু পরে আবারও এ বিষয়ে অভিযোগ করেন ক্যাথরিন। তার অনুরোধের ভিত্তিতে ২০১৮ সালের আগস্টে আবারও এ বিষয়ে আইনী তদন্ত শুরু হয়। দীর্ঘদিন পর শনিবার এই মামলা থেকে রেহাই পান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০