মামলা বিচারাধীন, ফিফার নিয়মে কাতার বিশ্বকাপে অনিশ্চিত আর্জেন্টাইন তারকা

0
35

স্পোর্টস ডেস্ক:: ফিফার নিয়ম অনুযায়ী আদালতে মামলা বিচারাধীন থাকলে এবং কেউ শাস্তি পেতে পারেন এমন শঙ্কায় থাকলে তার খেলতে বাধা আছে। আর এই নিয়মের কারণেই কাতার বিশ্বকাপ মিস করতে পারেন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল।

আর্জেন্টাইন এই মিডফিল্ডার বিশ্বকাপ খেলতে না পারলে বড় ধাক্কা খেতে হবে মেসিদেরকে। কোপা আমেরিকায় আর্জেন্টাইনরা জেতায় বড় ভূমিকা ছিলো ডি পলের। আলবিসেলেস্তেদের অন্যতম ভরসার নাম রদ্রিগো। কাতার বিশ্বকাপেও তার কাছে অনেক প্রত্যাশা মেসিদের। কিন্তু এখন তার খেলাই পড়েছে শঙ্কায়।

আর্জেন্টাইন গণমাধ্যমগুলো জানাচ্ছে, রদ্রিগো ডি পলের সাবেক স্ত্রী আদালতে মামলা করেছেন। সেই মামলায় তিনি বিচারের মুখোমুখি হয়েছেন। ফলে তার কাতার বিশ্বকাপে খেলা অনিশ্চিত। আর্জেন্টিনা ফুটবল ফেডারেনশনের সভাপতি ক্লাদিও এমন শঙ্কার কথা জানিয়েছেন। তবে তিনি আশাবাদী বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে। বিশ্বকাপও খেলবেন এই তারকা।

যদিও রদ্রিগো ডি পলের স্ত্রী কামিলা হোমসের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। দু’জনের সংসারও আলাদা। তবে সাবেক স্ত্রী সন্তানদের লালন পালনের জন্য প্রতি মাসে ৩০ হাজার ইউরো দাবি করেছেন। এর পাশাপাশি আরো বেশ কিছু দাবি-ধাওয়া নিয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও রেডিও ওরবানাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আইসিসির নিয়মে রদ্রিগো ডি পলের বিশ্বকাপ খেলা অনিশ্চিত। তিনি বলেন, ‘নারী ঘটিত বিষয়ে বা এমন কিছুতে অপরাধ করে আপনি শাস্তির অপেক্ষায় থাকলে কাতারে যেতে পারবেন না। আইসিসির নিয়ম থেকে এমনটাই বুঝেছি। ’

এই সমস্যার সমাধান হবে জানিয়ে ক্লাদিও বলেন, ‘আমার মনে হয় না কোনো বাবা তার সন্তানের প্রাপ্য জিনিস দিতে অস্বীকৃতি জানাবে। আমি ডি পল ও তার স্ত্রীকে অনেক দিন ধরে চিনি। আমি জানি ডি পলের সন্ত্রনদের জন্য আবেগ কেমন। আমার মনে হয় এটার সেরা সামাধানই হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here