স্পোর্টস ডেস্কঃ শুক্রবার বাংলাদেশ সময় সকালে মায়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির ‘বর্তমান’ও ‘অতীত’ ক্লাব। অর্থাৎ বর্তমান ক্লাব ইন্টার মায়ামি এবং শৈশবে যেখান থেকে তাঁর অবিশ্বাস্য অভিযাত্রার শুরু, সেই নিওয়েলস ওল্ড বয়েজ। এই প্রীতি ম্যাচ ১-১ ব্যবধানে ড্র হয়েছে।
ঘরের মাঠে গোল পান নি মেসি। ৩১ মিনিটে ভালো জায়গা থেকে শট নেওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেননি। এর ৬ মিনিট পর ফ্রি কিক থেকে বলটা পর্যাপ্ত বাঁকাতে পারলে হয়তো গোল পেতেন। সেটিও হয়নি। মেসি ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। এরপর তাঁকে তোলে নেওয়া হয় মাঠ থেকে। একই সঙে মাঠ থেকে উঠে যান লুই সুয়ারেজও।
মায়ামির হয়ে বদলি নামা শ্যানিডার বোর্গেলিন লিড এনে দেন। মাঠে নামার চার মিনিটের মাথায় কর্নার থেকে গোল করেন তিনি। তবে নিওয়েলস ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি। ৮৩ মিনিটে মায়ামি রক্ষণের ভুল কাজে লাগিয়ে ১২ গজ দূরত্ব থেকে গোল করেন ফ্রাঙ্কো দিয়াজ। এদিকে এই ম্যাচটিকেই বিশেষ মনে করছেন মেসি। কারণ শৈশবের ক্লাবের সঙ্গে দেখা করার এমন মুহূর্ত যে বারবার আসে না। আর্জেন্টিনার তারকা ফুটবলার ইনস্টাগ্রামে লিখে বলেন, ‘প্রাক মৌসুম শেষ করতে এটা ভেরি স্পেশাল ম্যাচ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post