স্পোর্টস ডেস্কঃ দারুণ অভিষেকের পর এবার জোড়া গোলের দেখা পেলেন লিওনেল মেসি। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মায়ামির জয়টাও এসেছে বেশ বড়সড়। ক্লাবটির হয়ে এদিন প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে মেসি সামনে থেকেই জয়ের নেতৃত্ব দিয়েছেন।
বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৫টায় লিগ কাপের ম্যাচে আটলান্টার বিপক্ষে মাঠে নামে মায়ামি। ম্যাচটিতে ৪-০ গোলে জয় পেয়েছে মেসির দল। যেখানে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। এছাড়া জোড়া গোল করেছেন দলটির ফরোয়ার্ড রবার্ট টেলর।
সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুসকেটসের পাস থেকে বল পেয়ে ৮ মিনিটে প্রথম গোল করেন মেসি। প্রথম দফায় তার শট পোস্টে লিগে ফিরে এলেও ফিরতি শটে জালে জড়ান বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ২২ মিনিটে তিনি পেয়ে যান নিজের ও দলের দ্বিতীয় গোল। এবার বলের যোগানদাতা টেলর।
টেলরের পা থেকেই আসে মায়ামির তৃতীয় গোল। তাতে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় টাটা মার্তিনোর দল। বিরতির পর ফিরে বাকি গোলটাও করেন টেলর। ৫৩ মিনিটে মেসির বাড়ানো বল কাজে লাগিয়ে গোল করেন তিনি। ৭৭ মিনিটে মাঠ ছাড়েন মেসি। বদলি হিসেবে নামেন রবি রবিনসন।
শেষদিকে আটলান্টা পেনাল্টি পেলেও হারের ব্যবধান কমাতে পারেনি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন ফুটবলার থিয়াগো আলমাদা। শেষ পর্যন্ত মায়ামি জেতে ৪-০ গোলেই। এ জয়ে লিগস কাপের নক পর্বে জায়গা করে নিয়েছে মেসিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০