স্পোর্টস ডেস্কঃ সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি এখন ইন্টার মায়ারমির। মেজর লিগ সকারের দলটির হয়ে ইতোমধ্যে অভিষেক হয়ে গেছে আর্জেন্টাইন মহাতারকার। দুই ম্যাচ খেলে ৩ গোল করেছেন সাবেক বার্সা ফরোয়ার্ড। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে মায়ামির জার্সিতে দেখে মানিয়ে উঠতে পারছেন না বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা।
বার্সেলোনায় দুই দশকের অবিশ্বাস্য অধ্যায়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, ১১টি লা লিগাসহ অনেক অনেক ট্রফি জিতেছেন মেসি। কাতালান ক্লাব ছেড়ে ২০২১ সালে তিনি পাড়ি জমান পিএসজিতে। সেখানে দুই মৌসুম কাটিয়ে পুরনো ঢেরায় ফেরার খুব কাছাকাছি ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু সেটি হয় নি। নানা কারণে বার্সা মেসিকে নিজেদের ঘরে ফেরাতে পারেনি। তিনি এখন মায়ামির তথা মেজর লিগ সকারের সবচেয়ে বড় তারকা খেলোয়াড়।
তবে মেসিকে মায়ামিতে দেখে মানতে পারছেন না লাপোর্তা। বার্সা সভাপতি এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা অনেকটা অদ্ভুত অনুভূতি মায়ামির জার্সিতে মেসিকে দেখা। তাঁকে আমরা বার্সেলোনার হয়েই চিনি। আমার মনে হয়, বেশির ভাগ সমর্থকও তাকে সেভাবেই দেখে, কারণ তার ক্যারিয়ারের বেশির ভাগ বার্সাতেই কেটেছে। সে বার্সেলোনায় এসেছিল ছেলেবেলায়, ১৪ বছর বয়সে, এখানে ২০ বছর কাটিয়েছে আমাদের সঙ্গে। আশা করি, মায়ামিতেও সে খুব খুশি থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post