স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান ইন্টার মায়ামির হয়েই। একটা সময় মনে হয়েছিল বার্সেলোনাতে শুরু মেসির শেষটাও কাতালান ক্লাবটিতেই হবে। তবে ২০২১ এ মেসি পাড়ি জমালেন পিএসজিতে। ফ্রান্সের ক্লাবটিতে দুই বছর থেকে মেজর লিগ সকারের দল মায়ামিতে যোগ দেন।
যদিও ফুটবলকে বিদায় জানানোর বিষয়ে মেসি ঠিক মনস্থির করতে পারেননি এখনও। কোপা আমেরিকা শুরুর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সারা জীবন আমি এটাই করেছি (ফুটবল খেলেছি), ফুটবল খেলতে ভালোবাসি, অনুশীলন উপভোগ করি, জীবনের প্রতিটি দিন, ম্যাচগুলো। এটা থেমে যাবে ভেবে সবসময়ই একটু ভয় লাগে।’
এই মৌসুমে মায়ামির হয়ে এখন পর্যন্ত মেসি ১২ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন। আর এই ক্লাবেই নিজের শেষটা চান তিনি। মেসি ইঙ্গিত দিয়ে রাখলেন, খুব বেশি দিন ফুটবলকে আঁকড়ে ধরে থাকতে চান না। ছোটখাট বিষয়ে আনন্দে খুঁজে নেওয়া এই মহাতারকার ‘আপাতত’ পরিকল্পনা মায়ামির হয়ে শেষটা টানা, ‘আমার মনে হয়, মায়ামিই আমার শেষ ক্লাব। আমার আজকের ভাবনা, এটাই আমার শেষ ক্লাব হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post