নিজস্ব প্রতিবেদকঃ মিরপুরে এশিয়া কাপের জন্য বাংলাদেশের মূল দলের অনুশীলনের পাশাপাশি বিশেষ ক্যাম্পের অনুশীলন শুরু হয়। টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সৌম্য সরকার, জাকির হাসান, সাইফ হাসান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, তানজীম হাসান সাকিব ও খালেদ আহমেদদের দেখা যায় এই অনুশীলনে। তবে ছিলেন না অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
জানা গেছে মা অসুস্থ মাহমুদউল্লাহ রিয়াদের। তাই অসুস্থ মায়ের পাশে থাকতে ছুটি নিয়েছেন তিনি। ময়মনসিংহে আপাতত অসুস্থ মায়ের পাশে আছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। শিগগিরই বিশেষ ক্যাম্পের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এদিকে এশিয়া কাপে ডাক পাওয়া ক্রিকেটারদের অনেকে ইতোমধ্যে ভারতের ভিসার আবেদন শুরু করেছেন।
সোমবার ভারতীয় হাই কমিশনে অনেক টাইগার ক্রিকেটার ভিসার জন্য গিয়েছিলেন। তবে ঢাকায় না থাকার কারণে মাহমুদউল্লাহকে সেখানে দেখা যায় নি। মূলত বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ভিসা আগেভাগে করিয়ে রাখতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে মিরপুরে প্রথম দিনের অনুশীলনে ছিলেন কোচ সোহেল ইসলাম। তার তত্ত্বাবধানে চলছে এই ক্রিকেটারদের অনুশীলন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post