স্পোর্টস ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স আশাজনক নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই কী হবে, সেটি নিয়ে শঙ্কায় তারা। এর মধ্যেই ভক্ত-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ট্রল-মজায় মেতে উঠেন। এর মধ্যে একটি ছিল শান্ত-মেহেদীদের বিভিন্ন সময় ইন্টারভিউয়ে বলা দোয়া নিয়ে কথা। অতীতের সব ভিডিও একসাথে জুড়ে, এই বিশ্বকাপকে সামনে রেখে দোয়া চাওয়ার ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে ‘মায়ের দোয়া ক্রিকেট টিম’ নিয়ে মজাও করেন তারা।
সমর্থকদের করা সেই ভিডিও নিয়ে এবার মজায় মাতলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সবচেয়ে বড় সুপারস্টার এবার যুক্তরাষ্ট্রের ডালাসে, সাংবাদিকদের সাথে আলাপকালে ‘মায়ের দোয়া টিম’ বলে মজা করেন।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন শেষ করে ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে দেখা হওয়ার পর কথা বলেন সাকিব আল হাসান। সেখানে থাকা উপস্থিত সাংবাদিকদের সাথে রসিকতা করে সাকিব বলেন, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! এখন দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’
সাকিবের সেই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শকরাও সেটি নিয়ে মজা করছেন। এদিকে আগামী ৮ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ‘ডি’ গ্রুপে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post