স্পোর্টস ডেস্কঃ মায়োর্কার মাঠে ফের বর্ণবাদী আচরণের শিকার হয়েছে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। রোববার রাতে লা লিগার ম্যাচে ১-০ গোলে হারের ম্যাচে মায়োর্কার সমর্থকদের একটি অংশ ভিনিসিয়াসকে গালিগালাজ করেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মায়োর্কার সমর্থকদের একটি অংশ ভিনিসিয়াসকে ‘বানর’ বলে ডাকছে। এনিয়ে মায়োর্কার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে ম্যাচে ১০ বার ফাউলের শিকার হন ভিনিসিয়াস। তবে ক্লাবের ম্যানেজার হাভিয়ের আগিররে একটি রেডিও সাক্ষাৎকারে দাবি করেন, মাঠে তার দলের ফুটবলাররা ইচ্ছাকৃতভাবে ‘টার্গেট’ করেননি এই ব্রাজিলিয়ানকে।
এর আগে অন্তত তিনবার বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসিয়াস। এই বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বলেছিলেন, বর্ণবাদ নিয়ে কিছুই করছে না লা লিগা। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ও রিয়াল সতীর্থদের অনেকেই নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছেন। অবশেষে গত মাসের শুরুতে স্থানীয় আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে লিগ কর্তৃপক্ষ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০