মারামারিতে ‘অস্তির’ বায়ার্নের ড্রেসিং রুম, সতর্ক সিটি কোচ গার্দিওলা

0
58

স্পোর্টস ডেস্কঃ গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার প্রথম লেগে ম্যাচে অনাকাঙ্খিত ঘটনা ঘটান সাদিও মানে। ম্যাচে ৩-০ গোলে হারে বায়ার্ন। সেই ম্যাচ চলাকালীনই দুই ফুটবলার লেরয় সানে ও সাদিও মানে তর্কে লিপ্ত হন। সেই ঘটনার রেশ কাটেনি ম্যাচের মধ্যে।

পরবর্তীতে ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিং রুমেও এই নিয়ে ঝগড়া লাগেন দুজন। এক পর্যায়ে সানের মুখে ঘুষি মেরে বসেন মানে। এতে সানের ঠোঁট ফেটে যায়। দ্রুতই অন্যান্য ফুটবলাররা দুজনকে আলাদা করে থামিয়ে দেন সেটি। মানের ঘুষি কাণ্ডে বায়ার্ন কর্তৃপক্ষ নিয়ে কড়া পদক্ষেপ নেয়। এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় এই ফরোয়ার্ডকে। ফলে তিনি সবশেষ বুন্দেসলিগার ম্যাচে বাভারিয়ানদের স্কোয়াডে ছিলেন না।

ক্লাব শাস্তি দিলেও সানে-মানের মারামারির বিষয়টি মিটমাট হয়ে গেছে। এমনটাই জানিয়েছেন কোচ টমাস টুখেল। এমনকি সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের স্কোয়াডে আছেন মানে। বায়ার্ন ড্রেসিং রুম নিয়ে তাই সতর্ক সিটি কোচ পেপ গার্দিওলা। এই কোচ বলেছেন, ড্রেসিংরুমের অস্থিতিশীলতাই হয়তো দলটিকে ভয়ঙ্কর করে তুলবে।

গার্দিওলা বলেন, ‘কখনো কখনো দলকে এক সুতায় গাঁথতে ঝগড়াঝাঁটির দরকার আছে। আমি এ ব্যাপারে নিশ্চিত। এটা কোনো দুর্বলতা নয়। আমাদের বিপক্ষে (বায়ার্নের) এটা শক্তির জায়গা।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here