স্পোর্টস ডেস্কঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারে শুরু হলো বাংলাদেশের। রোববার রাতে কেপটাউনের সাহারা পার্কে বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২৬ রান তোলে। রান তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার মাত্র ৩টি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। তিনটিই নিয়েছেন অনূর্ধ্ব-১৯ দল থেকে বিশ্বকাপের দলে ডাক পাওয়া পেসার মারুফা আক্তার। ডানহাতি এই পেসার ৪ ওভারে দিয়েছেন ২৩ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৮ বছর বয়সী এই পেসারকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
নিগার বলেন, ‘মারুফা আজ সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। সে মাত্রই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে এসেছে এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা দেখিয়েছে। সংবাদ সম্মেলনে নিগারের সঙ্গী ছিলেন মারুফাও। তিনি বলেন, ‘টানা দুই বলে উইকেট নিয়ে অনেক ভালো লেগেছিল।’
এদিকে অধিনায়ক নিগার হারের জন্য দুষলেন শেষ দিকের এই ছন্নছাড়া ব্যাটিংকে, ‘পাওয়ার প্লের সময় আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর আমরা কোনো বাউন্ডারি পাইনি। এরই মূল্য দিতে হয়েছে… আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লের এই ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের। শেষ দিকে আমরা উইকেটও বেশি হারিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post