স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। গুজরাটের ঘরের মাঠ আহমেদাবাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যে।
আর টস জিতেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাটিং করতে নামছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স।
এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৮ জয় ও ৪ হারে মাত্র ১৬ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে টেবিলের একেবারে শীর্ষে অবস্থান গুজরাটের। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই আছে দলটি। এখন কেবল যত দ্রুত করা যায়, সেটিরই চেষ্টা।
অপরদিকে হায়দ্রাবাদ টেবিলের তলানির দিকে ৯ নম্বরে অবস্থান করছে। দলটি এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে। ৪ জয় ও ৭ হারে ৮ পয়েন্ট তাদের নামের পাশে। এই ম্যাচে জয় নিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে চায় দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা