স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয়টিতে বড় জয় পায় ভারত। সুর্যকুমার যাদবের সেঞ্চুরিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে হার্দিক পান্ডিয়ার দল। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিতলেই ট্রফির উৎসব করবে ভারত। এদিকে সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই কিউইদের সামনে।
নেপিয়ারে মঙ্গলবার হবে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি। প্রধান কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, কেন উইলিয়ামসন খেলবেন না এই ম্যাচে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। উইলিয়ামসনের বদলি হিসেবে মার্ক চ্যাপম্যানকে দলে ডেকেছে নিউজিল্যান্ড। মূলত নিয়মিত চিকিৎসার জন্য অব্যাহতি নিয়েছেন উইলিয়ামসন। তবে ওয়ানডে সিরিজে খেলবেন তিনি।
কোচ স্টেড বলেন, ‘কেনের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট দুর্ভাগ্যবশত আমাদের সময়সূচীতে ফিট করতে সক্ষম হয়নি। আমাদের খেলোয়াড় এবং কর্মীদের স্বাস্থ্য এবং মঙ্গল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আমরা তাকে অকল্যান্ডে দেখার জন্য উন্মুখ।’
টি-টোয়েন্টির পর অকল্যান্ডের শুক্রবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ম্যাচ দিয়ে ফিরবেন উইলিয়ামসন। হ্যামিল্টনে ২৭ ও ক্রাইস্টচার্চে ৩০ তারিখ হবে বাকি দুই ম্যাচ।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ডারিল মিচেল, অ্যাডাম মিলিন, জিমি নিশাম (প্রথম দুই ওয়ানডে), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও হেনরি নিকোলস (শুধুমাত্র তৃতীয় ওয়ানডে)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০