মার্চে আফগানিস্তান-পাকিস্তান সিরিজ আরব আমিরাতে

0
45

স্পোর্টস ডেস্কঃ আগামী মার্চ মাসে আফগানিস্তানের সাথে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার এই টি-টোয়েন্টি সিরিজটি। সবগুলো ম্যাচই হবে শারজায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মূলত, আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর দেশটিতে থমকে গেছে মেয়েদের ক্রিকেট। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে মেয়েদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার দরজাও। নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপের পরই ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানদের সাথে একটি সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয়।

অজিরা মুখ ফিরিয়ে নিলেও আফগানদের প্রতিবেশী পাকিস্তান তাদের পাশে দাঁড়িয়েছে। পিসিবি প্রধান নাজাম শেঠির বোর্ড তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হওয়ায় আগামী মার্চে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here