স্পোর্টস ডেস্ক:: কোপা আমেরিকায় আর্জেন্টিনার জয়রথ চলছেই। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে গেলাে মেসির দল। আবারো জাোড়া গোল করেছেন লাউতারা মার্টিনেজ। আর্জেন্টাইন তারকার জোড়া গোলে পেরুকে ২-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় লিওনেল স্কালোনি এই ম্যাচে মেসিকে খেলাননি। মেসিবিহীন আর্জেন্টিনাকে প্রথমার্ধে আকটে রাখে পেরু। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয় আর্জেন্টাইনদের।
বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে বেশ ভালোই লড়াই করে পেরু। তবে দ্বিতীয়ার্ধে আর পেরে উঠেনি তারা। দারুণ ফিনিশিংয়ে দুই গোল করে ম্যাচ বের করেন মার্টিনেজ। বিরতির পর খেলার শুরুতেই আর্জেন্টিনাকে লিড এনে দেন তিনি। ম্যাচের ৪৭তম মিনিটে তার গোলেই আর্জেন্টিনায় এগিয়ে যায় ১-০ গোলে।
পিছিয়ে পড়া পেরু গোল শোধ করতে না পারলেও রক্ষণাত্মক খেলতে থাকে। স্কালোনির দলকে তাই ব্যবধান বাড়ানোর জন্য অপেক্ষা করতে হয় শেষ সময় পর্যন্ত। ম্যাচ শেষের মিনিট দুই আগে ৮৮তম মিনিটে মার্টিনেজ জোড়ো গোল পূর্ণ করেন। তাতেই আর্জেন্টিনার ২-০ গোলের জয় নিশ্চিত হয়।
চার ম্যাচর সবক’টি জিতে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ১২ পয়েন্ট নিয়ে। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ কানাডা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post