স্পোর্টস ডেস্ক:: দুর্দান্ত এক জয়ে কোপা আমেরিকা শুরু করলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দল আলভারেজ ও মার্টিনেজের গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে কানাডাকে।
কানাডার বিপক্ষে শুরু থেকেই ফেভারিটের মতো খেলতে থাকে মেসিরা। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কানাডাও কম যায়নি। দাঁতে দাঁত চেপে লড়াই করে দলটি। প্রথমার্ধ পর্যন্ত আর্জেন্টিনাকে গোল শুন্য রাখে দলটি।
একাধিক আক্রমণ করেও ম্যাচের প্রথমার্ধে কানাডার জালের দেখা পায়নি আর্জেন্টিনা। প্রতিপক্ষকে রুখে দিতে পারলেও কানাডা খুব একটা আক্রমণে উঠতে পারেনি। প্রথমার্ধ তাই শেষ হয় গোল শুন্য সমতায়।
দ্বিতীয়ার্ধে আর আর্জেন্টইনকে আটকে রাখতে পারেনি কানাডা। বিরিতর পর খেলার শুরুতেই আলভারাজের গোলে লিড নেয় আর্জেন্টিনা। অ্যালিস্টারের পাস থেকে পাওয়া বল ম্যাচের ৪৯তম মিনিটে কানাডার জালে পাঠিয়ে দেন আলভারেজ। আর্জেন্টিনাকে এগিয় যায় ১-০ গোলে।
এক গোল হজম করলেও কানাডা হাল ছেড়ে দেয়নি। লড়াই করে দলটি। তবে শেষ পর্যন্ত আর অভিজ্ঞ আর্জেন্টিনার সাথে পেরে উঠেনি। শেষ মুহুর্তে হজম করে আরো এক গোল। ম্যাচের নির্ধারিত সময়ের মিনিট দুই আগে আর্জেন্টিনা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। মার্টিনেজ ব্যবধান বাড়িয়ে নেন ৮৮তম মিনিটে। শেষ মূহুর্তে আরেক গোল হজম করা কানাডা আর ঘুরে দাঁড়াতে পারনি। ২-০ গোলের হারে মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post