মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ১০ জনের বাংলাদেশ

    0
    58

    নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় লেগে মালদ্বীপকে হারাল বাংলাদেশ। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে মালেতে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দু’দল। তাতে দুই লেগ মিলিয়ে প্রথম রাউন্ডে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে হাবিয়ের কাবরেরার দল।

    আজ ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় লিড পায় বাংলাদেশ। এ সময় সাদ উদ্দিনের বাড়িয়ে দেয়া বল পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তিনি সেখান থেকে রাকিব হোসেনকে বাড়িয়ে দেন কাটব্যাক করে। রাকিব দুর্দান্ত প্লেসিং শটে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ২৯ মিনিটে আরও একটি গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন রাকিব। গোলরক্ষককে একা পেয়েছিলেন। শটও নিয়েছিলেন। কিন্তু মালদ্বীপের গোলরক্ষক তার ডান পা বাড়িয়ে দিয়ে রুখে দেন বল। রাকিব হন গোল বঞ্চিত।

    তবে ম্যাচের ৩৬ মিনিটে সমতা ফেরায় মালদ্বীপ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়ে জালে জড়ান ইব্রাহিম হাইসাম। এরপর উভয় দল আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

    বিরতির পর বাংলাদেশ আবারও এগিয়ে যায়। ৪৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে সাদ উদ্দিন গোলের উদ্দেশে শট নেন। ঝাঁপিয়ে পড়ে তার শট ঠেকিয়ে দিলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি মালদ্বীপের গোলরক্ষক। সোহেল রানা দখল নেয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। পেয়ে যান ফাহিম। জোরালো শটে জাল কাঁপান এ স্ট্রাইকার। তাতে লিডে ফেরে বাংলাদেশ। ৫৮ মিনিটে সোহেল রানার লম্বা ক্রস ডি-বক্সে ঠিকঠাক নাগাল পেলে ব্যবধানটা ৩-১ করার সুযোগ ছিল রাকিবের সামনে।

    পরের মিনিটে দুঃসংবাদ পায় বাংলাদেশ। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন সোহেল রানা। তাতে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। ১০ জনের দল পেয়ে মালদ্বীপও সুযোগ খুঁজতে থাকে। তবে তারিক-বিশ্বনাথরা তাদের কোনো সুযোগই দেয়নি। উল্টো ৮৯ মিনিটে কর্নার থেকে সতীর্থের ক্রস হেডে মালদ্বীপের জালে জড়ান বিশ্বনাথ। তবে হেডের উদ্দেশে লাফানোর আগে মালদ্বীপের এক ফুটবলারের সঙ্গে ধাক্কা লাগায় ফাউল বিবেচনায় গোলটি বাতিল করেন রেফারি।

    যোগ করা সময়ে দারুণ এক আক্রমণে উঠেছিল বাংলাদেশ। কিন্তু রাকিবের পাস দখলে নিয়ে ডি-বক্সে ঢোকার আগে বাজেভাবে ফাউলের শিকার হন জনি। তাকে ফাউল করে আফনাফ রশিদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফ্রি-কিক পায় বাংলাদেশ। যদিও সেটি কাজে লাগাতে পারেননি রাকিবরা। যোগ করা ৬ মিনিট শেষে রেফারি বাঁশি বাজায়। সঙ্গে সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠেন জামাল-বিশ্বনাথরা। গ্যালারিতে আনন্দে ভাসে লাল সবুজের সমর্থকরা।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here