মালয়েশিয়ার কাছে পাঁচ গোল খেলো বাংলাদেশ

0
107

স্পোর্টস ডেস্ক:: প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেলো বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়া ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ জুনিয়ল হকি দলকে। ওমানের সালালাহ শহরে চলছে জুনিয়রদের হকির শ্রেষ্ঠত্বের লড়াই।

বাংলাদেশ জুনিয়র হকি দল নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেয়েছিলো। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে হজম করলো এক হালিরও বেশি গোল। ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত গোল হজম করেছে বাংলাদেশ। পাঁচ গোলের বিপরীতে করেছে একটি গোল।

মালয়েশিয়ার হয়ে ম্যাচের ৮ম মিনিটে গোলের সূচনা করেন শফিক ইকবাল দানিয়ে। মিনিট পাঁচেক পরেই পেনাল্টি কর্নঅর থেকে শামিহ এরফান সুহাইমি ব্যবধান করেন ২-০। ম্যাচের ১৪তম মিনিটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। গোল করেন শামীম নাঈম।

ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোহাম্মদ আবদুল্লাহ একটি গোল শোধ দেন। ম্যাচের স্কোরলাইন হয় ৩-১। এরপরই শামিহ হ্যাটট্রি করেন। ম্যাচের ৪৯ ও ৫৯তম মিনিটে পরপর দুই গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বাংলাদেশ আর কোনো গোল শোধ দিতে পারেনি। ৫-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here