স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগেই আয়ারল্যান্ডের প্রধান কোচের পদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন গ্রাহাম ফোর্ড। চার বছর দায়িত্ব পালন করার পর পদত্যাগ করেন তিনি। তবে নতুন কোচের জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হলো না আইরিশদেরকে। হেনরিক মালানকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিআই। সেখানে জানানো হয়েছে আগামী তিন বছরের জন্য মালানকে আয়ারল্যান্ড দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। ৪০ বছর বয়সী মালান এবারই প্রথম কোনো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন।
এর আগে এই প্রোটিয়া কোচ সবশেষ নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট দল অকল্যান্ড এইসের পধান কোচের দায়িত্ব ছিলেন। এর বাইরে বিভিন্ন মেয়াদে নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ ও ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রধান কোচ ছিলেন তিনি।
এসবের বাইরে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়ও কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে মালানের। আগামী মার্চ মাস থেকে আয়ারল্যান্ডের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে তার। কেননা এখন আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা