নিজস্ব প্রতিবেদকঃ ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম ওভারে তানভীরের শিকার হয়ে ফিল সল্ট ফিরলে দুঃশ্চিন্তায় পড়ে ইংল্যান্ড। তবে সেই দুঃশ্চিন্তা কাটিয়ে দলকে কক্ষপথে ফেরান ডেভিড মালান ও অধিনায়ক জস বাটলার। দুজনের ৯৫ রানের জুটিতে জয়ের সুবাস পাচ্ছিল সফরকারীরা।
তবে ১৪তম ওভারে এসে সেই জুটি ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। ফিফটি হাঁকানো মালানকে প্যাভিলিয়নের পথ ধরান। উইকেটের পেছনে লিটন দাসের লাফিয়ে উঠা দারুণ ক্যাচে পরিণত হয়ে ৫৩ রান করে আউট হন মালান। ৪৭ বলের ইনিংসে ৬ বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে যখন আউট তখন কিছুটা স্বস্তি মিলে বাংলাদেশ শিবিরে।
এরপরের বলেই আরও একটি উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তুলে স্বাগতিকরা। এবার মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক সরাসরি থ্রো’তে রান আউটে কাঁটা পড়েন আরেক সেট ব্যাটার জস বাটলার। ৪০ রান করা বাটলারকে ফেরাতেই ম্যাচে ফিরে বাংলাদেশ। দুই বলে দুই সেট ব্যাটার আউট হওয়ায় ইংলিশদের কপালেও দুঃশ্চিন্তার ভাজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সবশেষ সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রান। সদ্য উইকেটে আসা দুই ব্যাটার মঈন আলি ও বেন ডাকেট ১ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা