নিজস্ব প্রতিবেদক:: ডেভিড মালানের হাফ সেঞ্চুরিতে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের টেবিল টপার রংপুর রাইডার্সের সমান হলো ফরচুন বরিশাল। শীর্ষে থাকা রংপুর দশ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট অর্জন করেছে। খুলনাকে আজ ৫ উইকেটে হারিয়ে ফরচুন বরিশালও দশ ম্যাচের আট ম্যাচে জিতে ১৬ পয়েন্ট অর্জন করেছে। নীট রানরেটে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে দলটি।
মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করা খুলনা নাঈমের হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটে ১৮৭ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা বরিশালও পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। এই জয়ের ফলে বরিশালের প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। খুলনার বাড়ি ফেরাও নিশ্চিত হয়ে গেছে।
টস হেরে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স উদ্বোধনী জুটিতেই তুলে নেয় ৪৭ রান। ষষ্ট ওভারের তৃতীয় বলে বিদায়ের আগে খুলনার ওপেনার মেহেদী হাসান মিরাজ ২৯ রান করেন। ১৮ বলের ইনিংসে তিন ছক্কা ও এক বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। প্রথম উইকেট পতনের পর তিনে নামা অ্যালেক্স রস অন্য ওপেনার মোহাম্মদ নাঈমকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নবম ওভারের পঞ্চম বলে নাঈম প্যাভেলিয়নে ফেরেন। তিন ছক্কা ও পাঁচ চারে ২৭ বলে ৫১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই ওপেনার।
হাফ সেঞ্চুরিয়ান নাঈমের বিদায়ের খুলনার আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। ১৫ বলে ২০ রান করে ফিরে যান অ্যালেক্স রস। দু’টি করে চার ও ছক্কায় ২৭ বলে ৩২ রান করেন আফিফ হোসেন। উলিয়াম বিস্টো ও অঙ্কনের ব্যাটে ৫ উইকেটে ১৮৭ রান তুলে দলটি। দুই বাউন্ডারিতে ১৬ বলে ২০ রানে উ্ইলিয়াম ও তিন ছক্কায় দুই চারে ১২ বলে ২৭ রানে অঙ্কন অপরাজিত থাকেন।
বরিশালের হয়ে ফাহিম আশরাফ দু’টি উইকেট লাভ করেন।
১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা বরিশাল শুরুতে দলীয় ১১ রানে প্রথম উইকেটে ১১ রান করা ওপেনার তাওহীদ হৃদয়কে হারালেও খুব একটা চাপে পড়েনি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিম ও ডেভিড মালান ৯১ রানের জুটি গড়ে দলের জয় সহজ করে দেন ইনিংসের ১১তম ওভারের পঞ্চ বলে দলীয় ১০২ রানে তামিমের বিদায়ে ভাঙে তাদের জুটি্। বরিশালের অধিনায়ক দুই ছক্কা ও এক চারে ২৫ বলে ২৭ রান করেন। তিনে নামা ডেভিড মালান ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। ৩৭ বলের ইনিংসে আটটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১৭ বলে ২৪ রান করছেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহও ২৪ রান করেছেন। খেলেছেন ১৩ বল। ১৮ রানে ফাহিম আশরাফ ও ১৫ রানে নবী অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
খুলনার হয়ে আবু হায়দার দু’টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০