স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় পুঁজি পেয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ৩৬৪ রান করেছে তারা। ধর্মশালায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ডেভিড মালান-জো রুটের ব্যাটে পাহাড়সম পুঁজি পায় জস বাটলারের দল।
জনি বেয়ারস্টো-ডেভিড মালান জুটিতে ১১৫ রান পায় ইংল্যান্ড। ভয়ঙ্কর হয়ে ওঠা ইংলিশদের ওপেনিং জুটি ভাঙ্গেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ৫৯ বলে ৮ চারে ৫২ রান করা বেয়াস্টো বোল্ড হয়ে ফিরেন। এরপর তিনে নামা জো রুট দারুণ আরেকটি জুটি গড়েন মালানের সঙ্গে। দুজনের ব্যাটে বড় সংগ্রহের পথে থাকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
শেষ পর্যন্ত বিশ্বকাপে নিজেদের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। বিশ্ব মঞ্চে ৩৯৭ রান তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে এই পুঁজি পেয়েছিল তারা। এরপরের রেকর্ড দুটি বাংলাদেশের বিপক্ষে। এই দুই রেকর্ডের একটির জন্ম আজ। ধর্মশালায় ৩৬৪ রান ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চটি ২০১৯ বিশ্বকাপে ৩৮৬ রান।
বাংলাদেশের বোলাররা শুরুতে খরুচে হলেও শেষদিকে এসে ইংল্যান্ডকে অলআউট প্রায় করেই দিয়েছিলেন। তবে সেটি আর হয় নি। ১১৫ রানে প্রথম উইকেট হারানো ইংলিশরা ৯ উইকেটে করেছে ৩৬৪। ওপেনার বেয়ারস্টো আউট হলেও দমে যায়নি ব্যাটাররা। জো রুটকে নিয়ে আবারও বড় এক জুটি গড়েন মালান। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নেন বাঁহাতি এই ব্যাটার।
শেষ পর্যন্ত শেষ মেহেদীর বলে বোল্ড হয়ে ১৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন মালান। ইংলিশদের দুই ওপেনার ছাড়াও ফিফটির দেখা পেয়েছেন রুট। ৬৮ বলে ৮ চার এবং এক ছক্কার মারে ৮২ রান করেছেন তিনি। এরপর অবশ্য ইংল্যান্ডের কোন ব্যাটার ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। শরিফুল ও শেখ মেহেদীর বলে একে একে প্যাভিলিয়নে ফেরেন ব্রুক, লিভিংস্টোন এবং কারান। শেষ পর্যন্ত আদিল রশিদ এবং ক্রিস ওকসের ঝোড়ো ইনিংসের উপর ভর করে বিশাল সংগ্রহ পায় বাটলারের দল।
বাংলাদেশের হয়ে ৮ ওভারে ৭১ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন শেখ মেহেদী। আর শরিফুলের ঝুলিতে গেছে ৩ উইকেট। অধিনায়ক সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ পেয়েছেন একটি করে উইকেট। ১০ ওভারে ৭০ রান খরচ করে কোনো উইকেট পান নি মুস্তাফিজুর রহমান। আর মেহেদি হাসান মিরাজ ৬ ওভারে ৫৫ রান দিতে থেকেছেন উইকেটশূন্য। ইংল্যান্ডের দেয়া ৩৬৫ রানের লক্ষ্যে বাংলাদেশকে করতে ওভার প্রতি ৭.৩০ রান করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post