স্পোর্টস ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবার মালয়েশিয়ায় একটি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে অংশ নিয়ে রানার্সআপ হয়েছেন। অল্পের জন্য শিরোপা থেকে বঞ্চিত থাকতে হয়েছে তাকে।
কাউন্সিলর আজাদ একজন সফল ব্যাডমিন্টন খেলোয়াড়। এর আগেও তিনি বিভিন্ন জায়গায় ব্যাডমিন্টনের শিরোপা জিতেন।
কিছুদিন আগে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বাংলা টিভির ব্যাডমিন্টন টুর্ণামেন্টে পাকিস্তানকে হারিয়ে শিরোপার স্বাদ পান।
মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ার ১১ টি দেশের এয়ারলাইন্স নিয়ে বিভিন্ন ক্যাটাগরির ৪০ উর্ধ্বে বিভাগে থাই এয়ার লাইন্সের সাথে হেরে রার্নার আপ হওয়ার গৌরব অর্জন করেন জননন্দিত এই রাজনীতিবিদ এবং ক্রিড়াবিদ।
যুক্তরাজ্যে, ব্রুনাই,দুবাইয়ের পর মালয়েশিয়ায় আবারো রার্নার আপ হলেন তিনি। মালয়েশিয়ায় র্যাকেট হাতে নামেন কাউন্সিলর আজাদ।
দুর্দান্ত ক্রিড়া নৈপুণ্য প্রর্দশন করে পৌঁছে যান সেমিতে। কিন্তু এবারো ভাগ্য সহায় হল না কাউন্সিলর আজাদের।
উল্লেখ্য – এই টুর্ণামেন্টে বাংলাদেশ এয়ার লাইন্সের হয়ে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪