স্পোর্টস ডেস্ক: ইংলিশ অধিনায়ক জস বাটলার ইংল্যান্ডের ভরসা প্রতীক হয়ে তখন ব্যাট করছিলেন। ব্যক্তিগত ৫৭ রানে ব্যাট করা বাটলারে তখনো সিরিজ জয়ের স্বপ্ন দেখছিলো ইংল্যান্ড। কিন্তুু তা হলো না। জস বাটলারকের তাসকিন ফিরিয়ে দিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন। ৩৪ রানে ম্যাচ জিতে সিরিজে ফেরে বাংলাদেশ।
খেলার তখন ২৮তম ওভার চলছে। ক্রিজে ৫৭ রান নিয়ে ইংল্যান্ডের ভরসার শেষ প্রতীক হয়ে ছিলেন অধিনায়ক জস বাটলার। বল করতে আসলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তাসকিনের প্রথম বলেই এলবিডব্লিউয়ের জোরালো আবেদন ওঠে। কিন্তু আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত নট আউটের সিদ্ধান্ত দিলে অধিনায়ক মাশরাফি রিভিউ নেন।
এরপর থার্ড আম্পায়ারের রিপ্লে থেকে দেখা যায় বলটি আউট ছিল। এরপরই আম্পায়ার আউট দেন। আম্পায়ারের আউটের ঘোষণা আসতেই বুনো উল্লাসে মেতে ওঠেন তাসকিন। শুন্যে ঘুসি ছুড়ে দিয়ে উল্লাস করেন অধিনায়ক মাশরাফিও।
শুধু মাশরাফিই নন, অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদও বাটলারের সামনে গিয়ে উল্লাস দেখান। বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাসের ভঙি একেবারেই পছন্দ হয়নি ইংলিশ অধিনায়কের। বিশেষ করে মাশরাফির হাত ঘুরিয়ে শূন্যে ঘুসি মারার ভঙ্গিটা তিনি মানতে পারেননি।
সাথে সাথে ক্ষেপে গিয়ে তেড়ে আসলেন। তার এরূপ আচরণ দেখে আম্পায়ার শরফুদ্দৌলা তাকে থামাতে এগিয়ে আসেন। মাশরাফিও কিছু বুঝতে না পেরে সামনে এগিয়ে আসেন। আম্পায়ারদের হস্তক্ষেপে ঘটনা ওখানেই থেমে গেলেও বিড় বিড় করতে করতে মাঠ ত্যাগ করেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০