মাশরাফিদের বিপক্ষে আক্রমণাত্মক খেলবে ইংল্যান্ড

0
23

স্পোর্টস ডেস্ক” ঘরের মাঠে টানা ছয় সিরিজে অপরাজিত বাংলাদেশ দল। মাত্রই আফগানিস্তানকে সিরিজ নির্ধারণী ম্যাচে বিশাল ব্যবধানে হারিয়ে। সামনেই ইংল্যান্ড সিরিজ। আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। তবে তা নিয়ে ভাবছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বাংলাদেশ এসেই দেখেছেন টাইগারদের সিরিজ জয়। তা নিয়ে মোটেই চিন্তিত নন ইংলিশরা। বরং নিজেদের নিয়েই ব্যস্ত তারা জানালেন, বাংলাদেশের বিপক্ষে খেলাটা কঠীন, চ্যালেঞ্জের। তবে তারা নিজেদের সেরাটাই খেলবেন। ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশের বিপক্ষে তাদের খেলার ধরণে পরিবর্তন আসতে পারে, তবে ইংলিশরা খেলবে আক্রমণাত্মক। জানালেন তাদের নতুন দলপতি জস বাটলার।

বাংলাদেশ ঘরের মাঠে কেমন খেলছে তা অজানা নয় ইংল্যান্ডের কাছে। তাই নিজেদেরকে সব সময় প্রস্তুত থাকতে বলছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার। একই সঙ্গে নিজেদের ফর্মের কথাও সবাইকে মনে করিয়ে দিচ্ছেন তিনি।

বাংলাদেশে পৌঁছে রোববার প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন জস বাটলার। গত ১৮ মাসে নিজেদের ফর্মের কথা মনে করিয়ে দিয়ে বাটলার বলছেন, ‘গত ১৮ মাস আমরা খুব ভালো খেলছি। এখানেও তেমন খেলতে চাই। এ কন্ডিশনে হয়তো একটু ধরণটা বদলাতে হবে কিন্তু আক্রমণাত্মক খেলতে বলবো সবাইকে।’

এসএনপিস্পোর্টসটোযেন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here