মাশরাফির কিছু হয়নি তো?

0
25

স্পোর্টস ডেস্ক: মাশরাফিকে নিয়ে বার বার শঙ্কায় পড়তে হয় ক্রিকেট প্রেমীদের। নিখাদ ক্রিকেটের প্রেমে নিজেকে উজাড় করে দিয়ে খেলে যাচ্ছেন ক্রিকেট পাগল মাশরাফি। ছোট্ট ক্যারিয়ারে যে কতবার ডাক্তারের ছুরির নিচে যেতে হয়েছে তার হিসেবটা অনেক লম্বা। তবুও থেমে নেই তিনি।

গতকাল শনিবার যেনো সেরকমই এক মুহুর্ত এলো। বোলিং করতে এসে বোলিং মার্ক অতিক্রম করার আগেই পড়ে গেলেন মাটিতে। মুহুর্তেই নিরব, নিস্তব্দ হয়ে গেলো মিরপুর। সবার মনে প্রশ্ন আবারো কি মাঠের বাইরে যেতে হচ্ছে মাশরাফি? সামনেই ইংল্যান্ড সহ গুরুত্বপূর্ণ অনেক সিরিজ? মাশরাফিকে তো সুস্থ অবস্থায় পাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ এসব সিরিজে?

মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এই শঙ্কা নতুন কিছু নয়। বার বার এমন ভাবে পড়েছেন, মাঠের বাইরে থেকেছেন দীর্ঘ দিন। শনিবারের পড়ার ধরনটাও ছিল বিচ্ছিরি। ডান পায়ের অ্যাংকেল পড়ে গেল বেকায়দায়।

তারপরও থামেননি ‘পাগলা’ খ্যাত মাশরাফি। কিছুটা শুশ্রূষা নিয়ে আবার বোলিং মার্কে ফিরে এলেন। ৬ ওভারে মাত্র ১৫ রান দিয়ে এক উইকেটও আছে। এ যেন শুধু মাশরাফির পক্ষেই সম্ভব। সাধে তো আর ভালোবেসে তাঁর ডাকনাম হয়ে যায়নি ‘পাগল’।

কিন্তু মাশরাফি পুরো ঠিক আছেন তো? সামনেই তো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ম্যাচ শেষে অধিনায়ক নিজে বললেন, ‘আশা করি পা ঠিক হয়ে যাবে। এখন কিছুটা ব্যথা আছে। কিছুটা ফুলেও আছে। তবে আশা করছি দ্রুত সেরে উঠবে।’

সামনে যে গুরুত্বপূর্ণ ব্যস্ত সূচি আসছে, মাশরাফি নিজেও জানেন। এই অবস্থায় নিজেকে বিশ্রামে নিয়ে যেতে পারতেন। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচ, কোনো কারণে হেরে গেলে গুরুত্বপূর্ণ ৪ রেটিং পয়েন্ট হারাতে হতো। এসব ভেবেই হয়তো মত বদলেছেন। আসল কারণ যা-ই হোক না কেন, সামনের দিনগুলোতে মাশরাফিকে ভীষণ দরকার বাংলাদেশের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here