স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে টানা সাত সিরিজ খেলে ছয়টিতেই জয়। ক্যাচ মিস আর ফিল্ডারদের ব্যর্থতায় বুধবার একমাত্র ইংল্যান্ড কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে মাশরাফিরা।
এখন আর সেটি নিয়ে ভাবছেন না মাশরাফি। সিরিজ হারের জন্য দায় দিচ্ছেন না কাউকে। দায়ি করছেন না ক্যাচ মিসকে।
এসব ভুলে মাশরাফির চোখ এখন নিউজিল্যান্ডের দিকে। আগামি ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে ভালো করতে চান মাশরাফি। ধারাবাহিক পারফর্মের রেশ নিয়ে যেতে নিউজিল্যান্ড সফরে।
বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, দেশের মাটিতে আমরা টানা সাতটি সিরিজ খেললাম। সামনে বিদেশের মাটিতে পরপর সিরিজ রয়েছে। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর রয়েছে। ওই সিরিজের দিকে আমরা তাকিয়ে আছি। সিরিজটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে আমরা যে উন্নতি করেছি সেটি ধরে রেখে ভালো করতে চাই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ঢাটা/০০