স্পোর্টস ডেস্ক: মাশরাফির পিতৃভূমি নড়াইলে নানা আয়োজনে জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার বিকেলে নড়াইল শহরে মাশরাফিদের বাড়িতে ‘মাশরাফি ফ্যানস ক্লাব’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মাশরাফির মা হামিদা মর্তুজা বলাকাসহ ফ্যানস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্ররেি মিলনায়তনে ‘মাশরাফি ফাউন্ডেশন’ এর উদ্যোগে কেককাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ খায়রুল আলম প্রমুখ। এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাশরাফির জন্মদিন পালন করা হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০