নিজস্ব প্রতিবেদকঃ জয় দিয়ে সিলেট পর্বের বিপিএল শেষ করে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। সোমবার রাতের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩১ রানের জয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত হয়ে যায় মাশরাফী বিন মোর্ত্তজার দলের। ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন সিলেট অধিনায়ক। খুলনার ইনিংসের সময় চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে ফেরেননি। ম্যাচ শেষেও বের হননি ড্রেসিংরুম থেকে। তার পরিবর্তে মাঠ পরিচালনা করেছিলেন মুশফিকুর রহিম।
মঙ্গলবার দুপুরের মধ্যেই টিম হোটেল ছেড়েছেন সিলেট ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা। এবার গন্তব্য ঢাকায় তৃতীয় ধাপ। সকালে বিমানবন্দরে যাওয়ার আগে মাশরাফীর চোট প্রসঙ্গে সিলেট দলের প্রধান কোচ রাজিন সালেহ’র কাছে জানতে চাওয়া হয়। তিনি এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোর-কে জানান, মাশরাফীর চোট গুরুতর নয়। বিশ্রামেই ঠিক হয়ে যাবে।
রাজিন বলেন, ‘মাশরাফী কুঁচকিতে অল্প চোট পেয়েছে। ঝুঁকি এড়াতে ম্যাচে বল করে নি সে। আশাকরি ৩-৪ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’ রাজিনের বক্তব্যের কিছুক্ষণ পরই বিমানবন্দরে যাওয়ার জন্য বের হন মাশরাফী। চোট প্রসঙ্গে দেশসেরা এই পেসার জানান, সব ঠিক আছে। তেমন বড় কিছু নয়। সিলেটের হয়ে পরের ম্যাচেই খেলতে আশাবাদী বলে জানান মাশরাফী।
বিপিএলে এখন পর্যন্ত মাশরাফীর নেতৃত্বে সিলেট ১০ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। তাদের শুধু সুপার ফোর নয় সেরা দুই দলের একটি হয়ে কোয়ালিফায়ার খেলাও এক প্রকার নিশ্চিত! লিগ পর্বে সিলেটের পরবর্তী ম্যাচ আগামী ৪ ফেব্রুয়ারি, রংপুর রাইডার্সের বিপক্ষে। রাজিন আশাবাদী লিগে নিজেদের পরবর্তী ম্যাচে মাশরাফী খেলতে পারবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post