মাশরাফী বললেন- আপনারা নিজেদের পথটা খুঁজতে থাকুন!

0
79

স্পোর্টস ডেস্ক:: মাশরাফী বিন মোর্ত্তজা বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। কয়েকটি গণমাধ্যমের এমন খবরে সোমবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়ে ছিলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

এরপরই দেশের প্রথমসারির একটি টেলিভিশন সংবাদ সরিয়ে নিয়েছে। ভুল তথ্যের ভিত্তিতে সংবাদটি করা হয়েছিলো জানিয়ে দুঃখও প্রকাশ করেছে। এরপরই জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরো একটি পোস্ট করেছেন তার অফিসিয়াল ফেসবুক পেইজে।

সেই পোস্টে ক্ষুব্ধ মাশরাফী দুঃখ প্রকাশ করায় ওই গণমাধ্যমকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তার সমালোচকদেরও এক হাত নেন। জানিয়ে দেন, মাশরাফীর পেছনে লেগে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আকাশ কুসুম। তিনি তার পথেই থাকবেন। সমালোচকদের নিজেদের পথ পরিস্কারের কথা বলেছেন তিনি।

মাশরাফী তার ভেরিফাইপ ফেসবুকে পেইজে লিখেন- ‘ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য সাংবাদকর্মীরে সঙ্গে মিশেছি, তাদেরকে কাছ থেকে দেখেছি। এমন অনেক সাংবাদিক আছেন, ক্রিকেট তাদের কাছে শুধু পেশাই নয়, আরও বেশি কিছু। অনেক সীমাবদ্ধতা, ক্যারিয়ার নিয়ে অনেক অনিশ্চয়তা মধ্যেও অনেকেই অনেক কষ্ট করে কাজ করে যান ক্রিকেট খেলাকে ভালোবেসে, দেশের ক্রিকেটকে ভালোবেসে। তাদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা সবসময়ই ছিল, আছে ও থাকবে।
আমাকে নিয়ে প্রকাশিত খবরটির জন্য এখানে দুঃখপ্রকাশ করা হয়েছে, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। তবে সব মিডিয়ারই বোঝা উচিত, আমাদের পরিবার আছে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আছে, সামাজিক মর্যাদা ও আত্মমর্যাদা আছে। ‘

নিজেকে আওয়ামলীগের ক্ষুদ্র কর্মী জানিয়ে মাশরাফী লিখেন, ‘স্পর্শকাতর কোনো খবর প্রকাশের আগে তাই যতটা সম্ভব নিশ্চিত হওয়া উচিত।
আর আমার বিরোধী মতের যে ভাইরা মনে করছেন, এসব উড়ো খবরকে পুঁজি করে আমার সম্মানহানি করবেন, তাদেরকে বলব, আপনারা কেবল সময় নষ্টই করছেন। রাজনীতির এই বিশাল জগতে মাশরাফি তুচ্ছ ও নগন্য একজন। আমার দল এত ঐতিহ্যবাহী এবং এতটা বড়, সেখানে আমি খুবই ক্ষুদ্র ও সামান্য একজন। আমার মতো একজনের পিছু লেগে থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা মানে আকাশ-কুসুম কল্পনা। আমি আমার পথেই থাকব। আপনারা নিজেদের পথটা খুঁজতে থাকুন!’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here