স্পোর্টস ডেস্কঃ ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৩ বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাহিদা আক্তার। মঙ্গলবার আইসিসির আনুষ্ঠানিকভাবে বর্ষসেরা দল ঘোষণার পরই নিশ্চিত হওয়া গেছে।
২০২৩ সাল দারুণ গেছে নাহিদা আক্তারের। এই ফরম্যাটে শিকার করেছেন ২০ উইকেট। ১১টি ম্যাচ খেলে বছরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই। ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৪.০৮ রান।
এই বছরেই আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন প্রথম নারী বাংলাদেশি হিসেবে। এবার দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়ে।
আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশের পাঁচ জন ক্রিকেটারই অস্ট্রেলিয়ার। তারা হলেন ফোবি লিচফিল্ড, এলিসে পেরি, বেথ মুনি, অ্যাশলি গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড। তবে অধিনায়ক শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।
নিউজিল্যান্ড থেকে দুজন আছেন, তারা হলেন অ্যামেলিয়া কের ও লিয়া তাহুহু। দক্ষিণ আফ্রিকা থেকে ন্যাডিন ডি ক্লার্ক ও ইংল্যান্ড থেকে ন্যাট-শিভার ব্র্যান্টের ঠাই হয়েছে একাদশে। তবে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের কারোর একাদশে জায়গা হয়নি।
আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ
চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফিবি লিচফিল্ড, এলিসে পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, ন্যাট-শিভার ব্র্যান্ট, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, ন্যাডিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু ও নাহিদা আক্তার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post