স্পোর্টস ডেস্কঃ আইসিসি মাস সেরা লড়াইয়ের জন্য মনোনয়ন পেয়েছেন অভিষেক টেস্ট সিরিজে সেরার পুরস্কার জয় করা উইন্ডিজের পেসার শামার জোসেফ। জানুয়ারির সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অলিভার পোপ ও অস্ট্রেলিয়া জশ হ্যাজেলউড।
গত মাসে ইংল্যান্ডের হয়ে বিশাল এক কীর্তি গড়েছেন ওলি পোপ। হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে ইংল্যান্ডকে খাদের কিনারা থেকে টেনে তুলেছে পোপের ১৯৫ রানের অনবদ্য ইনিংস। শেষমেশ প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প লিখে ভারতের মাটিতে ভারতকে টেস্টে হারিয়েছে ইংল্যান্ড। যদিও দ্বিতীয় টেস্টে জিতে ইতোমধ্যেই সিরিজে সমতা এনে ফেলেছে ভারত।
অজি পেসার হ্যাজেলউডের জানুয়ারি মাসটাও দারুণ কেটেছে। মাত্র ১১.৬৩ গড়ে ১৯ উইকেট শিকার করেছেন হ্যাজলউড। পাকিস্তানকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করায় গুরুত্বপূর্ণ অবদান ছিল হ্যাজলউডের। সিডনি টেস্টে নিয়েছিলেন ৫ উইকেট। পরে গ্যাবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট শিকার করেন তিনি, যদিও ম্যাচটা শামার জোসেফের বীরত্বে হেরে যায় অস্ট্রেলিয়া।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচ টেস্ট সিরিজে অভিষেক হয় শামারের। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে বোলিংয়ে এসেই প্রথম ডেলিভারিতে ১শর বেশি টেস্ট খেলা স্টিভেন স্মিথকে আউট করেন তিনি। অভিষেকে উইকেট নেওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শামারকে। টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানে ৫ উইকেট নেন এই ডান পেসার। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ৫১ রান করেন শামার। তারপরও দলের হার এড়াতে পারেননি তিনি।
এরপর = ব্রিজবেনে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দেন শামার। পায়ে ব্যাথানাশক ইনজেকশন নিয়ে অবিশ্বাস্য বোলিং পারফরমেন্সে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নেন শামার। ম্যাচে ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। দুই ম্যাচে ৫৭ রান ও ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন এই পেসার। এমন পারফরমেন্সের সুবাদে মাস সেরার মনোনয়ন পান এই ডানহাতি বোলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post