স্পোর্টস ডেস্কঃ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, অধিনায়কত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি দলেও নেই। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফর্মটাও খুব একটা ভালো নয়। সব মিলিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থানটা বেশ নড়বড়ে হয়ে উঠেছিল। যার ফলে ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন।
সবশেষ ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ওয়ানডে দলে রাখা হয়নি মাহমুদউল্লাহকে। রাখা হয়নি আসন্ন ইংল্যান্ড সফরে আইরিশদের বিপক্ষে খেলতে যাওয়া ওয়ানডে দলেও। এতে করে নতুন গুঞ্জনের দেখা মিলে। চলতি বছর হতে যাওয়া বিশ্বকাপ দলে থাকবেন তো মাহমুদউল্লাহ, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এই নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। শুধুমাত্র বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকরা। তবে এটি যে শুধু বিশ্রাম নয়, তা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। এবার বিসিবি পরিচালক ও জাতীয় দল সংশ্লিষ্ট ব্যক্তি খালেদ মাহমুদ সুজনও সেই সুরে সুর মেলালেন। সুজন জানিয়েছেন বিশ্বকাপ দলে তিনি মাহমুদউল্লাহকে দেখছেন না। ব্যাখ্যা করেছেন এর পেছনে কারণও।
গণমাধ্যমের সাথে আলাপকালে সুজন বলেন, ‘(মাহমুদউল্লাহ) রিয়াদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বাংলাদেশ দলকে সে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু যদি আমি সত্যি বলি, যেহেতু ও জাতীয় দলে নেই, আমি যেভাবে দেখছি… রিয়াদকে আমি বিশ্বকাপে দেখছি না। কারণ যদি তাকে বিশ্বকাপে দেখতাম এই সিরিজগুলোতে থাকতো।’
‘সুপার লিগের ম্যাচগুলোতে রিয়াদ নিজেকে কীভাবে মেলে ধরে সেটা দেখার বিষয়। কিন্তু রিয়াদ যখনই খেলেছে বাংলাদেশের জন্য, খুব গুরত্বপূর্ণ জায়গায়। যেখানে আপনি হিরোও হতে পারেন, জিরোও হতে পারেন। রিয়াদ হয়তো দুটির স্বাদই পেয়েছে। ওর অনেক ম্যাচ আছে যেগুলো একাই জিতেছে। আসলে মূল কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিটা। রিয়াদকে দলে কতটুকু দরকার বা ওর বদলে যারা খেলছে পারফর্ম করছে কি না। যদি পারফর্ম করে, দল যদি সন্তুষ্ট থাকে, তাহলে রিয়াদের সুযোগ কম থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা