স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফকে সামনে রেখে একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে। মাহমুদউল্লাহ রিয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন সেখান থেকে। মঈন আলির পরিবর্তে এই টাইগার ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল মুলতান সুলতানস। কিন্তু, দুর্ভাগ্যবশত আর খেলা হচ্ছে না এই ক্রিকেটারের।
এবার করোনার কারণে আরও এক ক্রিকেটারকে হারাতে যাচ্ছে মুলতান। ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কোনো ধরনের উপসর্গ না থাকায়, আরও একবার করোনা পরীক্ষা করাবেন এই ক্রিকেটার। যদি সেখানেও পজেটিভ হন, তাহলে নিশ্চিতভাবেই পিএসএলের প্লে-অফ মিস করতে যাচ্ছেন তিনি।
এদিকে পিএসএলের আরেক দল পেশোয়ার জালমি হারিয়েছে লিয়াম লিভিংস্টোনকে। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ডাক পাওয়ায় নিজের নাম সরিয়ে নিয়েছেন পিএসএল থেকে।
লিভিংস্টোনের পরিবর্তে ইংলিশ পেসার সাকিব মাহমুদকে দলে ভিড়িয়েছে পেশোয়ার। অনাকাঙ্কিতভাবে প্রোটিয়া সিরিজ থেকে বাদ পড়ায় পিএসএল খেলতে যাচ্ছেন তিনি। এবারই প্রথম বিদেশে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা