নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ডার্বি ম্যাচে মুখোমুখি আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে দুই দলের লড়াইয়ে আগের মতো উত্তাপ নেই। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মঙ্গলবার এই লড়াইয়ে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের পুঁজি পেয়েছে মোহামেডান। আর সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফিফটি হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় ওপেনার রনি তালুকদারের উইকেট হারায় মোহামেডান। বড় ইনিংস খেলতে পারেননি ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, রুবেল মিয়া, আরিফুল ইসলামরা। যার ফলে ৫৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে দল। ৯০ রানের মাথায় নাসুম আহমেদের উইকেট হারায় মোহামেডান। এরপর আরিফুল হককে সাথে নিয়ে ৪০ রানের জুটি গড়ে দলের মান বাঁচান মাহমুদউল্লাহ।
ফিফটি হাঁকিয়ে ৫৪ রান করে মাহমুদউল্লাহ ফিরলে সেই জুটি ভাঙে। ৮৩ বলের ইনিংসে ১ চারের সাথে ৩ ছক্কা হাঁকান জাতীয় দলের তারকা। শেষ দিকে আরিফুলের ৩৩, আবু হায়দার রনির ২২ আর দুই অপরাজিত ব্যাটার কামরুল ইসলাম রাব্বির ১১ ও আসিফ হাসানের ৭ রানের ইনিংসে ভর করে একটি লড়াইয়ের পুঁজি দাঁড় করায় মোহামেডান।
আবাহনীর হয়ে তানজিম হাসান সাকিব ৩টি, তাসকিন আহমেদ ২টি উইকেট শিকার করেন।
Discussion about this post