মাহমুদউল্লাহ’র ফেরার দরজা বন্ধ হয়নি- খালেদ মাহমুদ সুজন

    0
    20

    স্পোর্টস ডেস্ক:: টি-২০ থেকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে। এখনো বা‍ংলাদেশের ক্রিকেটেকে মাহমুদউল্লাহ রিয়াদের দেওয়ার অনেক কিছু বাকী আছে। তার পারফরম্যান্স দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক অধিনায়ক, বিসিবি পরিচচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

    বিসিবির এই পরিচালকের আশা, মাহমুদউল্লাহ চাপ মুক্ত হয়ে ফিরে আসবেন, পারফরম্যান্স করবেন। তার পারফরম্যান্স দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাকে বাদ দেওয়া হয়নি। তিনি আবারো টি-২০ দলে ফিরবেন, এমনও ইঙ্গিত দেন বিসিবির এই প্রভাবশালী পরিচালক। তিনি জানিয়েছেন, সিনিয়ররা না থাকায় শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজেই সোহানকে অধিনায়ক করা হয়েছে।

    মাহমুদউল্লাহ রিয়াদ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘রিয়ান এখনো টিমের একটা গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ভূমিকা পালন করতে পারে, এটা এখনো আমরা বিশ্বাস করি। সে আবার অধিনায়ক হবে কিনা এটা গুরুত্বপূর্ণ না। এতদিন সে নেতৃত্ব দিয়েছে টি-২০ দলকে, হয়তো বা টি-২০ দল ওভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। আমি চাই রিয়াদ ওই চাপ থেকে বের হয়ে এসে খেলুক। ওর পারফরম্যান্স আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, ভবিষ্যতেও হতে পারে।’

    সিনিয়ররা না থাকায় সোহান অধিনায়ক জানিয়ে সুজন আরো বলেন, ‘সিনিয়রা যেহেতু নেই, সোহান লিড করছে। সিনিয়ররা ফিরলে সেটা নাও হতে পারে। সোহানকে এই সিরিজটার জন্য অধিনায়ক করা হয়েছে। এটা না যে সোহান এখন থেকে টি-২০ অধিনায়ক। পরবর্তীতে আমরা অন্য কাউকে দেখতেই পারি এখানে।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here