স্পোর্টস ডেস্কঃ ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খাদের কিনারে দাঁড়িয়ে সেঞ্চুরি হাঁকানা তিনি। একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড় তিনি।
বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ৬টি ব্যক্তিগত শতক দেখেছে ক্রিকেটবিশ্ব। তার মধ্যে রেকর্ড তিনটি ম্যাজিক ফিগার এসেছে মাহমুদউল্লাহর ব্যাটে। এছাড়া দুটি সেঞ্চুরি আছে সাকিব আল হাসানের, মুশফিকুর রহিম করেছেন একটি।
বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর জায়গা পাওয়া নিয়ে কত জলঘোলা হয়েছে। তাঁকে দলে অন্তর্ভূক্তির জন্য এরপর আন্দোলনও করেছেন সমর্থকরা। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগমুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরে রিয়াদ বুঝিয়ে দিয়েছেন– তিনি ফুরিয়ে যাননি।
বিশ্বকাপেও ম্যাচের শেষদিকে নেমে মাহমুদউল্লাহ যথাক্রমে দুই ইনিংসে করেছেন অপরাজিত ৪১ ও ৪৬ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপর্যয়ে পড়া বাংলাদেশের হয়ে তিনি চলতি বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরি করেছেন। তাতে মান বেঁচেছে টাইগারদের। অল্পতে গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ার থেকে হারের ব্যবধান কমবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post