স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের দলেও জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। জাতীয় দলের ক্যারিয়ার শেষ এমন শঙ্কা সমর্থকদের। দেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে এশিয়া কাপের স্কোয়াডে নেওয়ার দাবি জানিয়েছেন সমর্থকেরা।
সাইলেন্ড কিলারের শহর ময়মনসিংহে তার ভক্তরা মানববন্ধন করেছেন দলে নেওয়ার দাবিতে। সোমবার ময়মনসিংহের ক্রিকেট মাঠ সার্কিট হাউজ মাঠে মানববন্ধন করেন সমর্থকেরা। ঘন্টাব্যাপী মানববন্ধনে ভক্তরা অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে নেওয়ার দাবি জানান।
রিয়াদের প্রতি অবিচার করা হয়েছে, ব্যক্তিস্বার্থে তাকে দলে নেওয়া হচ্ছে না এমন অভিযোগ করে সমর্থকেরা তাকে দলে না নিলে আরো ‘কঠোর’ আন্দোলনের হুমকি দিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post