মাহমুদউল্লাহর সেঞ্চুরির ম্যাচে ১৪৯ রানে বাংলাদেশের হার

0
24

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আরেকটি বড় হার দেখল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ১৪৯ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাতে অবশ্য হারের ব্যবধান কমেছে টাইগারদের।

মুম্বাইয়ে আগে ব্যাট করে পাহাড়সম পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। দলীয় ৫৮ রানে ৫ ব্যাটার সাজঘরে ফিরে যান। ওপেনার তানজিদ তামিম ১২ রান করেন। তিনে নামা নাজমুল শান্ত (০) পরের বলেই আউট হন। অধিনায়ক সাকিব আল হাসান করতে পারেন মাত্র ১ রান। উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম খেলেন ৮ রানের ইনিংস।

ভরসা দিতে পারেননি সাতে নামা মিরাজও। তিনি ১১ রান করেন। এর মধ্যে একপ্রান্তে দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ। তিনি খেলেন ১১১ বলে ১১১ রানের ইনিংস। তার ব্যাট থেকে ১১টি চার ও চারটি ছক্কার শট আসে। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন সেঞ্চুরির কীর্তি গড়েন এই ডানহাতি ব্যাটার। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন, গেরাল্ড কোয়েটজে, কাগিসো রাবাদা ও লিজার্ড উইলিয়ামসদের পেসে কাবু বাংলাদেশের ব্যাটিং লাইন। কোয়েটজে তিন উইকেট তুলে নেন।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করেছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই পথ হারানো শুরু টাইগারদের। ইয়েনসেনের করা সপ্তম ওভারে পরপর দুই বলে ২ উইকেট হারায় বাংলাদেশ। পরের ওভারে লিজাড উইলিয়ামস ফেরান সাকিব আল হাসানকে। পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারানোর পর দ্বাদশ ওভারে মুশফিকুর রহিমকে ফেরান গেরাল্ড কোয়েটজে। ১৫তম ওভারে দলীয় ৫৮ রানে কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন লিটন দাস। কেশভ মহারাজের বলে ক্যাচ দিয়েছ ফেরেন মেহেদি হাসান মিরাজ।

সপ্তম উইকেটে নাসুম আহমেদের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন রিয়াদ। ১৯ বলে ১৯ রান করে নাসুম ফেরার পর হাসান মাহমুদও রিয়াদকে সঙ্গ দিয়েছেন কিছুটা। তবে রিয়াদ সবচেয়ে বড় জুটিটি গড়েন মুস্তাফিজুর রহমানের সঙ্গে। এই জুটিতে ৬৮ রান আসে, যার বেশিরভাগই রিয়াদের ব্যাট থেকে। সেঞ্চুরি করে রিয়াদ ফিরলে এক ওভারের মধ্যে অলআউট হয় বাংলাদেশ। এর আগে অবশ্য দারুণ আরেক রেকর্ড গড়েন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের নবম উইকেটে সর্বোচ্চ জুটি এখন রিয়াদ ও মুস্তাফিজের। আগের সর্বোচ্চ জুটিতেও ছিলেন মাহমুদউল্লাহ, ২০১১ সালে ইংল্যান্ডকে হারানো ম্যাচে শফিউল ইসলামকে নিয়ে তিনি যোগ করেছিলেন ৫৮ রান।

এর আগে টস জিতে কুইন্টন ডি ককের ১৭৪ রানের ইনিংস রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। হেনরিখ ক্লাসেনের ৪৯ বলে ৯০ ও এইডেন মার্করামের ৬০ রানের ঝড়ে প্রথম ইনিংসেই উড়ে গিয়েছিল বাংলাদেশ। বোলারদের সঙ্গে তাল মিলিয়ে ব্যাটাররাও সমান তালে ব্যর্থ হলেন পরে। জয়ে আসর শুরুর পর টানা চার ম্যাচ হেরে সেমি-ফাইনালের স্বপ্ন আরও ফিকে হয়ে গেল বাংলাদেশের। পাঁচ ম্যাচের চারটি জিতে, নিউজিল্যান্ড টপকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। শীর্ষে আছে স্বাগতিক ভারত।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here