মায়ার্সকে দেখে শিক্ষা নিতে হবে- ডোমিঙ্গো

0
7

স্পোর্টস ডেস্কঃ সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনের শুরু দারুণ করেছিল বাংলাদেশ। ১৩২ রান তুলতেই চার উইকেট হারায় উইন্ডিজ। তবে হঠাৎ এলোমেলো অবস্থা থেকে তাদের ঘুরে দাঁড়ানোর নায়ক কাইল মায়ার্স। মিডল অর্ডার এই ব্যাটারের অসাধারণ এক সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ১০৬ রানের লিড দাঁড় করিয়ে ফেলেছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিন শেষে ১২৬ রানে অপরাজিত রয়েছেন মায়ার্স। উইন্ডিজের রান ৫ উইকেট হারিয়ে ৩৪০।

মায়ার্সের সঙ্গে ২৬ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন জসুয়া ডা সিলভা। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো শিষ্যদের বললেন, মায়ার্সকে দেখে বড় ইনিংস খেলা শিখতে।

ডোমিঙ্গো বলেন, ‘মায়ার্সের মতো ১২০ রানের ইনিংস খেলতে হবে আমাদের কারও। গত বছর ওরা আমাদের বিপক্ষে ৪০০ রান তাড়া করেছে চট্টগ্রামে, মায়ার্স তখন ডাবল সেঞ্চুরি করেছে। আমাদের কেউ এখন তেমন বড় ইনিংস খেলতে পারছে না। তাকে দেখে শিক্ষা নিতে হবে। টেস্ট ম্যাচ অনেক কঠিন। এরকম ভালো ব্যাটিং করতে না পারলে ভালো দলগুলি শাস্তি দেবে এবং আমাদেরকে এখন সেই শাস্তি পেতে হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here