স্পোর্টস ডেস্কঃ সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনের শুরু দারুণ করেছিল বাংলাদেশ। ১৩২ রান তুলতেই চার উইকেট হারায় উইন্ডিজ। তবে হঠাৎ এলোমেলো অবস্থা থেকে তাদের ঘুরে দাঁড়ানোর নায়ক কাইল মায়ার্স। মিডল অর্ডার এই ব্যাটারের অসাধারণ এক সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ১০৬ রানের লিড দাঁড় করিয়ে ফেলেছে ক্যারিবিয়ানরা।
দ্বিতীয় দিন শেষে ১২৬ রানে অপরাজিত রয়েছেন মায়ার্স। উইন্ডিজের রান ৫ উইকেট হারিয়ে ৩৪০। মায়ার্সের সঙ্গে ২৬ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন জসুয়া ডা সিলভা।
মায়ার্সের অনবদ্য ১২৬ রানের ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো। দ্বিতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের বেশ কজন ক্রিকেটার এখন ফর্ম ও ছন্দ খুঁজে ফিরছে। এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় লম্বা সময় ব্যাট করা। ৩০-৪০ রানের ইনিংস অনেক হচ্ছে, দু-একটা ফিফটি হচ্ছে। কিন্তু মায়ার্স যেমন ১২০ ছাড়িয়ে যাচ্ছে, তেমন বড় ইনিংস কেউ খেলতে পারছে না। দলের রান ২৩০ আর ৪০০ হওয়ার মধ্যে মূল পার্থক্য এখানেই।’